আটোয়ারীতে কঠোর অবস্থানে প্রশাসন

প্রকাশঃ ২০২০-০৪-১২ - ১৯:০০

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা প্রশাসন করোনার বিস্তার ঠেকাতে কঠোর অবস্থান গ্রহন করেছে। জনসচেতনতা বাড়াতে স্থানীয় প্রশাসনের পক্ষে ইতিমধ্যে ব্যাপক প্রচারনা চলমান থাকলেও এক শ্রেণীর মানুষ নিষেধাজ্ঞা না মেনে চলার কারনে কর্তৃপক্ষ কঠোর অবস্থানে যেতে বাধ্য হয়েছে। রবিবার দিনব্যাপী আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানা এবং জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মেহেদি হাসান খান শাওন সেনাবাহিনী ও পুলিশকে সঙ্গে নিয়ে উপজেলাজুড়ে সামাজিক দূরত্ব না মানা সহ নিষেধাজ্ঞা অমান্য করার অপরাধে পৃথক পৃথক ভাবে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করেন।
এদিকে উপজেলাবাসীকে করোনার প্রকোপ থেকে রক্ষার্থে প্রশাসন নিরলসভাবে কাজ করে গেলেও রাষ্ট্রায়ত্ব ব্যাংক সোনালী ব্যাংক লি: আটোয়ারী শাখায় দেখা গেছে এর ভিন্ন চিত্র। যেখানে গ্রাহকদের সামাজিক দূরত্বের বিষয়টি কর্তৃপক্ষ বরাবরই অবহেলার দৃষ্টিতে দেখে থাকেন। এব্যাপারে ব্যাংকের ব্যবস্থাপক মো: জিয়াউর রহমানের সাথে মোবাইল ফোনে গ্রাহকদের সামাজিক দূরত্ব বজায় রাখার বিষয়ে কথা বললে তিনি উল্লেখযোগ্য কিছু জানাতে পারেন নি। উল্লেখ্য, আটোয়ারীতে অদ্যাবধী কোন করোনা রোগী সনাক্ত না হলেও সচেতনতা বৃদ্ধি ব্যতিত বৈশি^ক এ মহামাড়ীর প্রকোপ থেকে উপজেলার জনগোষ্ঠীর নিস্তার নেই।