এ রায়হান চৌধূরী রকি, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীর মেইন রাস্তার পাশের অর্ধশত বছরের পুরোনো গাছগুলি কাটার জন্য এলাকাবাসী লিখিত ভাবে আবেদন করেছেন। ইতিপুর্বে গাছের ডাল ভেঙ্গে শিক্ষার্থী সহ দুইজন পথচারী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। আবেদনের প্রেক্ষিতে ও সরজমিনে গিয়ে জানাগেছে, উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজার থেকে বালিকা উচ্চ বিদ্যালয় মোড় হয়ে উপজেলার পরিষদের সামনে পর্যন্ত রাস্তার দুই ধারে কয়েকটি করায় গাছ আছে যার বয়স আনুমানিক ভাবে ৫০-৬০ বছর ধরা যেতে পারে। একটু বাতাসেই যখন তখন এই মরা গাছগুলি গাছের ডাল ভেঙ্গে পড়ছে পথযাত্রীদের উপরে। তুবুও কেউ ব্যবস্থা নিচ্ছে না এই গাছগুলির। একাধিকাবর জেলা পরিষদ সদস্যদের বলেও কোন ব্যবস্থা নিচ্ছে না জেলা পরিষদ। এদিকে মাহাবুবা প্লাজার মালিক মোঃ মাহাবুব ইসলাম জানান, কয়েক মাস আগে আমার মার্কেটের সামনে এক শিক্ষার্থী রাস্তা দিয়ে হেটেঁ যাওয়ার সময় একটি বড় ডাল ভেঙ্গে পরে। পরে তাকে আটোয়ারী হাসপাতালে ভর্তি করলে তার মাথায় ১৬ টি শেলাই দিতে হয়। কিছুদিন আগে হাসপাতালের সামনে দিয়ে এক ভিক্ষুক যাওয়ার সময় আচমকা একটি ডাল ভেঙ্গে পরলে সে ঘটনাস্থলেই অজ্ঞান হয়ে পরে। পাশে দারিয়ে থাকা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক হোসেন মোহাম্মদ সিফাত তাকে অজ্ঞান অবস্থায় হাসপাতালে ভর্তি করে। পরে তারও মাথায় ০৮ টি শেলাই দিতে হয়। এভাবেই ঘটছে অহরহ ঘটনা। এলাকাবাসী সহ রাস্তার দুই ধারের ব্যবসায়ীদের সব সময়েই থাকতে হয় আতঙ্কে। কথন যে ঘটছে বড় ধরনের দূর্ঘটনা। দূর্ঘটনার ভয়ে আতঙ্কিত হয়ে জেলা প্রশাসক, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, বনবিভাগকে অনুলিপি দিয়ে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি লিখিত আবেদন করেন। অবিলম্বে এই মরা গাছগুলি দ্রুত কাটার জন্য এলাকাবাসীর জোর দাবী জানিয়েছেন কর্তৃপক্ষকে।