মনোজ রায় হিরু, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারী থানা ক্যাম্পাসে অবস্থিত পুকুরে পোনামাছ অবমুক্ত করলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোহামদ ইউসুফ আলী। আটোয়ারী থানা পুলিশের আয়োজনে সোমবার (১৫জুন) সকালে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পোনামাছ অবমুক্ত করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ও সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতী প্রাপ্ত নাঈমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুদর্শন কুমার রায় এবং আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। সাব ইনস্পেক্টর শাহীনুর ইসলাম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন, ওসি (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: এমদাদুল হক সহ স্থানীয় সংবাদ প্রতিনিধিরা। উল্লেখ্য, থানা পুকুরে প্রথম পর্যায় বিভিন্ন প্রজাতির প্রায় ৩৯ কেজি মাছ অবমুক্ত করা হয়।