আটোয়ারীতে নন এমপিও শিক্ষক-কর্মচারীরা পেলো প্রধানমন্ত্রীর অনুদানের চেক

প্রকাশঃ ২০২০-০৭-০৮ - ২১:৩৩

মনোজ রায় হিরু, আটোয়ারী : করোনা ভাইরাসের কারনে ক্ষতিগ্রস্থ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় অবস্থিত নন এমপিও ভুক্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা পেলো প্রধানমন্ত্রীর দেওয়া অনুদানের চেক। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (৮জুলাই) সকালে পরিষদের অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে চেক বিতরণ করা হয়। একাডেমিক সুপারভাইজার মো: রেজাউন নবী রেজার সঞ্চালনায় চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম এবং বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো: তোবারক হোসেন। মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা পরিষদের সদস্য মো: মাজেদুর রহমান বকুল, ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান, উপজেলা আইসিটি কর্মকর্তা মো: শহিদুল ইসলাম, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আব্দুল মান্নান, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আঃ কুদ্দুশ ও আলহাজ¦ আবুল হোসেন নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের (নন এমপিও) প্রধান শিক্ষক মো: তাছাফুর রহমান বাচ্চু। উল্লেখ যে, উপজেলার নন এমপিও ভুক্ত ৩৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২ শত শিক্ষক-কর্মচারী করোনা কালীন এ দুর্যোগে অনুদানের চেক পেয়ে প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।