মনোজ রায় হিরু, আটোয়ারী(পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কর্মহীন হয়ে পড়া অসহায় দু:স্থ মানুষদের খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন এম,পি। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭মে) সকাল থেকে পর্যায়ক্রমে উপজেলার মির্জাপুর, ধামোর ও তোড়িয়া ইউনিয়নের দুই শত সত্তর জন অসহায় নারী-পুরুষকে খাদ্য সামগ্রী বিতরণের ব্যবস্থা করা হয়। চলমান করোনা দুর্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো: মজাহারুল হক প্রধান এম,পি উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক মো: তৌহিদুল ইসলাম, যুগ্ন সম্পাদক মো: সাজ্জাদ সেলিম, দপ্তর সম্পাদক মো: মিজানুর রহমান সহ মির্জাপুর, ধামোর ও তোড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় এবং ইউনিয়ন আওয়ামীগের নেতা-কর্মীরা উপস্থিত থেকে বিতরণ কাজে সহযোগিতা করেন।