আটোয়ারীতে ফেনসিডিল উদ্ধার

প্রকাশঃ ২০২২-০৮-১৭ - ২৩:০৭

মনোজ রায় হিরু, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার চিহিৃত মাদক ব্যবসায়ী কাবুলের বাড়ির রেফ্রিজারেটর হতে সাত বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করেছে। গোপন তথ্যের ভিত্ত্বিতে পুলিশ ১৬ আগস্ট সন্ধ্যায় উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ সুখাতী (বোয়ালমারী) গ্রামে উল্লেখিত মাদক উদ্ধার করে। ওই গ্রামের জনৈক মো: আনারুল হকের পুত্র এই কাবুল হোসেন (২৮)। পুলিশ এ ঘটনায় ওই দিন রাতে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে কাবুল ও তার ছোট ভাই সাবুল হকের (১৯) নামে আটোয়ারী থানায় মামলা রুজুু করেন। মামলা নং-১৬, তারিখ ১৬ আগস্ট ২০২২।
অভিযান মুহুর্তে চিহিৃত মাদক ব্যবসায়ী সহ তার ছোট ভাই পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এসময় তাদের বাড়ির রান্নাঘরের চুলা থেকে বেশ কিছু ফেনসিডিলের খালি বোতল খুজে পায় পুলিশ। পুুলিশ সুত্রে জানাগেছে, মাদক সেবীরা নিয়মিত তার বাড়ি এবং ফকিরগঞ্জ বাজারে অবস্থিত কাবুলের মুদি দোকান থেকে দীর্ঘদিন থেকে মাদক সংগ্রহ করে আসছিল। ধারনা করা হচ্ছে প্রমান লুকাতেই অভিনব পন্থায় মাদক সংরক্ষণ এবং এগুলো ব্যবহারের পর পরিত্যক্ত বস্তু পুড়িয়ে ফেলা হতো। আটোয়ারী থানার অফিসার ইনচাজর্ মো: সোহেল রানা সঙ্গীয় ফোর্স সহ মাদক বিরোধী এ অভিযানে নেতৃত্¦ দেন।