মনোজ রায় হিরু, আটোয়ারী : পঞ্চগড়ের আটোয়ারীতে ১১০ বোতল ফেন্সিডিল সহ এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানাগেছে, রবিবার (৬ডিসেম্বর) সকালে বারঘাটি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রনজু আহাম্মদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তোড়িয়া ইউনিয়নের নদীডাঙ্গী গ্রাম থেকে জনৈক রফিকুল ইসলামের স্ত্রী পশিনা বেগম (৩৫) নামের এক মহিলা মাদক ব্যবসায়ীকে ফেনসিডিলসহ আটক করে। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন ফেন্সডিল সহ মহিলা আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক পশিনা চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে। পাশাপাশি মাদকের বিরুদ্ধে আটোয়ারী পুলিশের অভিযান দীর্ঘদিন হতে চলমান এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।