আটোয়ারীতে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী পালিত

প্রকাশঃ ২০২২-০৮-০৯ - ০০:৩৯

মনোজ রায় হিরু, আটোয়ারী : ইতিহাস ও গৌরবের সাহসী যোদ্ধা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে ৮ আগষ্ট উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। স্থানীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মকলেছুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা মোঃ এমদাদুল হক, সহ সভাপতি মোঃ ফজলুল করিম, মোঃ সাজ্জাদ সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আঃ কুদ্দুছ, সাংগঠনিক সম্পাদক মোঃ ওয়াজেদ আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আতাউর রহমান অপু, প্রচার সম্পাদক মোঃ জামিলুর রেজা মানিক, দপ্তর সম্পাদক আবু তালেব মোঃ বদিউজ্জামান, সহ প্রচার সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ আবু তাহের, আইন বিষয়ক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সদস্য সাংবাদিক মনোজ রায় হিরু, মাজেদুর রহমান বকুল ও মোঃ মানিক হোসেন, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান গোলাপ, উপজেলা আওয়ামী যুব লীগের যুগ্ম আহবায়ক সেলিম মোর্শেদ মানিক ও এ্যাড. আ.ফ.ম ফরহাদ হোসেন, ছাত্রনেতা তুষার আল ইমরান, আবু রায়হান রকি ও মোঃ খায়রুল ইসলাম প্রমূখ। আলোচনা সভা শেষে বঙ্গমাতার আত্মার শান্তি কামনা সহ বঙ্গবন্ধু পরিবারের নিহত সকল সদস্যদের স্মরণে বিশেষ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়।

এদিকে আটোয়ারী উপজেলা প্রশাসনের আয়োজনে ইউ.এন.ও মোঃ মুসফিকুল আলম হালিমের সভাপতিত্বে পরিষদের অডিটোরিয়ামে আলোচনা সভা ও বিশেষ মোনাজাতের ব্যবস্থা করা হয়। পাশাপাশি  উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী স্মরণে সেলাই মিশিন বিতরণ করা হয়।