আটোয়ারীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করনে প্রশাসনের তৎপরতা অব্যাহত

প্রকাশঃ ২০২০-০৪-১৬ - ১৮:২৬

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : পঞ্চগড়ের আটোয়ারীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করা সহ নিষেধাজ্ঞা বাস্তবায়নে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে। করোনার বিস্তার রোধে বৃহস্পতিবার দিনব্যাপী পৃথক পৃথক অভিয়ান পরিচালনা করেন আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানা এবং পঞ্চগড় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: মেহেদি হাসান খান শাওন। উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজার সহ বিভিন্ন বাজারে সামাজিক দূরত্ব বজায় না রেখে ক্রেতাদের মাঝে পন্য সামগ্রী বিক্রয় করার অপরাধে এবং শামীম নামের এক পল্লী চিকিৎসককে রোগী দেখার অপরাধে ভ্রাম্যমান আদালতে দোকানটি শীলগালা করে জরিমানা আদায় করা হয়। উল্লেখ্য, করোনা প্রতিরোধে উপজেলার বিভিন্ন বাজারের সবজী ও মাছ-মাংসের দোকান সম্প্রতি খোলা মাঠে স্থানান্তরিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। টিসিবির পন্য বিক্রয় পয়েন্ট সহ অস্থায়ী বাজার গুলোতেও সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়ে প্রশাসনের পক্ষে নিয়মিত তদারকি করা হয়।