আটোয়ারীতে সেনা বাহিনীর ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২০-০৪-০৮ - ১৮:৪১

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : করোনা পরিস্থিতিতে তৃণমূল মানুষের মাঝে স্বাস্থ্য সেবা পৌঁছে দেবার লক্ষ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সহায়তা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন, রংপুর এরিয়ার সৌজন্যে উপজেলার রাধানগর ইউনিয়নের ডুংডংগী হাট এলাকায় এই স্বাস্থ্য সহায়তা ক্যাম্পটি অুনষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন মেজর ডা: শাওন মুরসালিন এলসান। এসময় স্বাস্থ্য ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আবু জাহেদ।
সামাজিক দূরত্ব বজায় রেখে সেনাবাহিনীর চিকিৎসক শিশু সহ বিভিন্ন বয়সের প্রায় ৫০ জনেরও বেশী রোগী দেখেন এবং ব্যবস্থাপত্র অনুযায়ী রোগীদের বিনামূল্যে ঔষুধ প্রদান করেন।
বর্তমানে করোনা পরিস্থিতিতে সাধারন রোগীরা হাসপাতাল এড়িয়ে চলছেন। পাশাপাশি হাসপাতালে যাবার ক্ষেত্রে যানবাহন সমস্যা রয়েছে। এসব কারনে জেলার প্রতিটি উপজেলায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে এ স্বাস্থ্য সহায়তা ক্যাম্প অনুষ্টিত হবে এমনটি জানান, মেজর ডা: শাওন মুরসালিন এলসান। চলমান করোনা সংকটে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি সেনাবাহিনী কর্তৃক খাদ্য ও স্বাস্থ্য সহায়তা কার্যক্রমকে আটোয়ারীর সুধী মহল সহ সাধারন জনগণ কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানিয়েছেন।