আটোয়ারীতে ৫০ জন শিক্ষার্থী পেল বাই সাইকেল

প্রকাশঃ ২০২০-০৭-২২ - ১৬:৩৪

মনোজ রায় হিরু, আটোয়ারী : মুজিববর্ষ উপলক্ষ্যে এবং নারীর ক্ষমতায়ন ও বাল্য বিবাহ প্রতিরোধে পঞ্চগড় জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে পঞ্চগড়ের আটোয়ারীতে পঞ্চাশ জন শিক্ষার্থীকে বাই সাইকেল বিতরন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এবং আটোয়ারীর ছয়টি ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে বুধবার (২২জুলাই) দুপুরে পরিষদ মাঠে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এ উপলক্ষ্যে পঞ্চগড়ের সফল জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপার ভাইজার রেজাউন নবী রাজার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো: মজাহারুল হক প্রধান। উপকারভোগী ১০ম শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহানের শুভেচ্ছা বক্তব্যে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মো: আনোয়ার সাদাত সম্রাট, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন কুমার রায়, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) মো: আমিনুল ইসলাম, ভাইস চেয়ারম্যান রেনু একরাম, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ হুমায়ুন কবির সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় যথাক্রমে বীর মুক্তিযোদ্ধা মো: সাইদুর রহমান, মো: হাসান হাবিব আল আজাদ, মো: ওমর আলী, মো: আবু জাহেদ ও নজরুল ইসলাম দুলাল, জেলা পরিষদের সদস্য মো: মাজেদুর রহমান বকুল সহ গণমাধ্যম কর্মী ও উপকার ভোগী শিক্ষার্থীরা।