আটোয়ারীর করোনা সচেতনতায় ব্যস্ত তরুন আ’লীগ নেতা

প্রকাশঃ ২০২০-০৪-১৩ - ১৯:৪২

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : করোনার বিস্তার রোধে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নে ব্যস্ত সময় অতিবাহিত করছেন পঞ্চগড় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান এবং ওই ইউনিয়ন আ’লীগের তরুন সাধারন সম্পাদক মাজেদুর রহমান বকুল। সচেতনতা সৃষ্টিতে তার গৃহীত চলমান কর্মসূচীর অংশ হিসেবে সোমবার তিনি সামাজিক দূরত্ব বজায় রেখে দলীয় কর্মীদের সাথে নিয়ে সম্প্রতি ঢাকা-নারায়নগঞ্জ সহ অন্যান্য এলাকা থেকে ফিরে আসা পরিবারগুলোকে বাধ্যতামূলক ১৪ দিন হোম কোয়ারেন্টাইন পালনের অনুরোধ করে চিঠি প্রেরণ করেন। এসময় তার নিজস্ব তহবিল হতে প্রায় ৩০টি পরিবারকে করোনা সুরক্ষা সামগ্রী সহ শুকনো খাবারের প্যাকেটও বিতরণ করেন। ফিরে আসা পরিবারের সদস্যদের কেন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে এ প্রসঙ্গে তিনি বলেন, আগন্তুকদের কেউ করোনা আক্রান্ত হলে সর্বপ্রথম তার পরিবারের বাকী সদস্য এরপর প্রতিবেশী এভাবেই করোনা বিস্তার লাভ করবে আমাদের এলাকায়।
এদিকে স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা গেছে, ১২ এপ্রিল পর্যন্ত উপজেলায় করোনা আক্রান্ত কেউ সনাক্ত হয় নি। ১৩ এপ্রিল আরো একজন সন্দেহভাজন রোগীর নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে এবং ১৪৩ ব্যক্তি হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।