আটোয়ারীর হাট-বাজারে সরকারী নিষেধাজ্ঞা তেমন মানা হচ্ছে না

প্রকাশঃ ২০২০-০৪-০৯ - ১৫:৫১

মনোজ রায় হিরু, আটোয়ারী (পঞ্চগড়) : চলমান করোনা পরিস্থিতিতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার বিভিন্ন হাট-বাজারে সরকারী নিষেধাজ্ঞা তেমন মানা হচ্ছে না। শতভাগ লগডাউন ছাড়া পরিস্থিতির উন্নতি হবেনা এমনটাই আশংকা করছেন এলাকার সুধী সমাজ। এক্ষেত্রে প্রশাসনকে আরও কঠোর অবস্থানে যাওয়ার দাবীও ওঠে আসে। সরেজমিন বৃহস্পতিবার আটোয়ারীর ফকিরগঞ্জ বাজারে গেলে দেখা যায়, বাজারটিতে আদৌ কোন নিষেধাজ্ঞা আরোপ করা হয় নি মনে হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট শারমিন সুলতানা পুলিশকে সাথে নিয়ে আদালত বসিয়ে জরিমানা আদায় করেন এবং করোনার ভয়াবহতা সম্পর্কে মানুষকে বুঝানোর চেষ্টা করলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। পরক্ষণে তিনি বাজার ত্যাগ করলে পূর্বের অবস্থানে ফিরে আসে অনেক ব্যবসায়ী। আবার অনেকে প্রশাসনের গাড়ি এবং পুলিশকে পাহাড়া দিয়ে আড়াল থেকে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। সঙ্গতকারনে আটোয়ারী শতভাগ লগডাউন অথবা প্রশাসনের কঠোর অবস্থান ব্যতিত করোনার প্রকোপ থেকে আমাদের রক্ষা নেই।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার রাধানগর ও বলরামপুর ইউনিয়নের বেশ কিছু এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখা এবং সামাজিক দূরত্ব না মানার অপরাধে ভ্রাম্যমান আদালতে জরিমানা আদায় করেন। পাশাপাশি তিনি, সম্প্রতি ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মানুষদের খুঁজে বের করে তাদের প্রত্যেককে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনাও প্রদান করেন। উপজেলার সুধী সমাজ চলমান পরিস্থিতিতে সরকারী নির্দেশনা বাস্তবায়নে নির্বাহী অফিসার সহ স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনীর গৃহীত কর্মযজ্ঞের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।