আটোয়ারী কিন্ডার গার্ডেনে মজিবর স্যার স্মরণে স্মরণসভা

প্রকাশঃ ২০২১-০৯-২২ - ১৮:২৯

মনোজ রায় হিরু, আটোয়ারী : আটোয়ারী কিন্ডার গার্ডেনের আয়োজনে ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও পঞ্চগড় সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিক্ষানুরাগী মোঃ মজিবর রহমান(৫৯) ওরফে মজিবর স্যার স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। স্যারের আত্মার শান্তি কামনায় বুধবার(২২ সেপ্টেম্বর) সকালে আটোয়ারী কিন্ডার গার্ডেনের নির্মানাধীন ভবনে স্মরণসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মজিবর স্যারের বড় ভাই ও আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম আয়োজিত স্মরণসভায় অশ্রুসিক্ত নয়নে ছোট ভাইয়ের আত্মজীবনী তুলে ধরেন। প্রতিষ্ঠানটির সহঃ শিক্ষক মো: খায়রুল বাসারের সঞ্চালনায় স্মৃতি রোমন্থন করে আবেগপ্লুত হয়ে কথা বলেন একসময়ের সহকর্মী আলহাজ¦ মো: রমজান আলী, মজিবর স্যারের সহধর্মীনি শাহানাজ বেগম, ছোট ভাই আটোয়ারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো: ফজলুল করিম, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো: আঃ মান্নান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক মো: তৈমুর রহমান, ওই বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন সহঃ শিক্ষক মো: নাজিরুল ইসলাম সহ আরো অনেকে।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিঁনি মারা যান। তাঁর হাত ধরে ১৯৯৬ সালে প্রতিষ্ঠা পায় আটোয়ারী কিন্ডার গার্ডেন। সে সময় শতাধিক শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু হওয়া এ প্রতিষ্ঠানে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা প্রায় সাত শত। শুধু তাই নয় স্যারের দক্ষ পরিচালনায় জেলা ও উপজেলা পর্যায়ে এ প্রতিষ্ঠানটি বরাবরই সাফল্যের শীর্ষ অবস্থান ধরে রেখেছেন। তাঁর অকাল প্রয়াণে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে আমšী¿ত অতিথি, সহকর্মী ও শিক্ষার্থীদের ব্যাকুলতায় এক হৃদয় বিদারক পরিবেশ তৈরি হয়।