আটোয়ারী স্বাস্থ্য কমপেক্সে নতুন এম্বুল্যান্সের চাবি হস্তান্তর

প্রকাশঃ ২০২১-০৮-১০ - ১৯:১৫

মনোজ রায় হিরু, পঞ্চগড়ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নতুন এম্বুল্যান্সের চাবি হস্তান্তর করলেন এম’পি প্রধান। ইতিমধ্যে স্বাস্থ্য কমপ্লেক্সটিতে যুক্ত করা হয়েছে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের ব্যবস্থা। বৈশি^ক মহামারি করোনা সহ উপজেলাবাসীর চিকিৎসা ক্ষেত্রে নতুন এম্বুল্যান্সটি অতীব গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। এ উপলক্ষে মঙ্গলবার (১০ আগষ্ট) দুপুরে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডাঃ মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এম্বুল্যান্সের চাবি হস্তান্তরের মধ্য দিয়ে উদ্বোধন ঘোষনা করেন পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য আলহাজ¦ মো: মজাহারুল হক প্রধান এম’পি। পরে কমপ্লেক্সের হলরুমে স্বাস্থ্য বিধি মেনে স্বল্প পরিসরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন আটোয়ারী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান, পঞ্চগড় জেলা পরিষদের সদস্য মো: মাজেদুর রহমান বকুল, ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান ও রেনু একরাম এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ডাঃ মো: সইফুজ্জামান বিপ্লব, রাধানগর ইউ’পি চেয়ারম্যান মো: আবু জাহেদ ও মির্জাপুর ইউ’পি চেয়ারম্যান মো: ওমর আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো: নজরুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার শেখ নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মো: ফজলুল করিম ও মো: সাজ্জাদ সেলিম, সাংগঠনিক সম্পাদক মো: এমদাদুল হক সহ স্থানীয় সরকার দলীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যম কর্মীগণ।
উল্লেখ্য, ৫০ শয্যা বিশিষ্ট আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লে´টিতে প্রায় প্রতিদিনই শতভাগ রোগী ভর্তি থেকে চিকিৎসা নিয়ে থাকেন। সঙ্গত কারনে উপজেলার সর্বস্তরের মানুষ প্রায় অর্ধ কোটি টাকা মুল্যের নতুন এম্বুল্যান্স অত্র উপজেলায় প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।