মোংলা (বাগেরহাট) প্রতিনিধি : মোংলায় সুন্দরবনের আত্মসমর্পণকৃত সাবেক দস্যুদের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে মোংলার স্থায়ী বন্দর এলাকার ফরেস্ট’র ফুয়েল জেটি এলাকায় র্যাব-০৮ এর পক্ষ থেকে ৬৫ জন আত্মসমর্পনকৃত সাবেক দস্যুকে চাল, ডাল, তেল, লবণ, চিনি, সেমাই, দুধ ও নগদ অর্থ সহায়তা দেয়া হয়েছে। এ সময় র্যাব-০৮ এর এএসপি মো: ইফতেখারুজ্জামানসহ অন্যান্য র্যাব সদস্যরাও উপস্থিত ছিলেন। র্যাব কর্মকর্তা ইফতেখারুজ্জামান বলেন, দস্যুতা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসা সুন্দরবন উপকূলীয় এলাকার ২শ ৮৪ জনকে র্যাব-০৮ এর পক্ষ থেকে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী দেয়া হয়েছে।