আধুনিক দেশ গঠনে তোমরাই আগামির হাতিয়ার : কুয়েট ভিসি

প্রকাশঃ ২০২৩-০২-০৫ - ১৩:০০

বিজ্ঞপ্তি : আনন্দঘন পরিবেশে খুলনায় প্রতিষ্ঠিত প্রথম পূর্ণাঙ্গবেসরকারি বিশ্ববিদ্যালয়নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির স্প্রিং সেমিস্টারের শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠান শনিবার সকালে বিশ^বিদ্যালয় সংলগ্ন নগরীর সোনাডাঙ্গাস্থ আইইবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। নবাগত শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথি ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জল হালদার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, খুলনায় প্রথম প্রতিষ্ঠিত বেসরকারি বিশ^বিদ্যালয় হিসেবে এখানকার শিক্ষার্থীরা ইতোমধ্যে জাতীয় পর্যায়ে সুনাম অর্জন করেছে। তারা যাতে জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে আরো সুনাম বয়ে আনতে পারে এ ব্যাপারে শিক্ষার্থীদের আরো সজাগ হতে বলেন।তিনি আরো বলেন, আধুনিক দেশ গঠনে তোমরাই আগামির হাতিয়ার। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: বজলার রহমান। স্বাগত বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহম্মদ শরিফুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স এন্ড টেকনোলজীফ্যাকাল্টির ভারপ্রাপ্ত ডীন তাজুল ইসলাম, ব্যবসায় প্রশাসন ফ্যাকাল্টির ডীন ড. মো: রউফ বিশ^াস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো: ইনজামাম উল হোসেন, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, সহকারি প্রক্টরগণ, শিক্ষক-কর্মকর্তাবৃন্দ। সঞ্চালনা করেন সহকারি প্রক্টর মো: আসাদুজ্জামান। পরে স্থানীয় শিল্পী ও শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।