ফুলবাড়ীগেট প্রতিনিধিঃ খানজাহান আলী থানাধীন আফিলগেট চেকপোষ্টে নিয়মিত তল্লাশী চলাকালে ৭০ বোতল ফেন্সিডিল সহ ১ মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ । আটককৃত ব্যক্তি পিরোজপুর থানার হোরের হাওলা দক্ষিন শেখ পাড়া গ্রামের মজনু শেখ এর পুত্র মোঃ মাসুম শেখ (২৩) এবং। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান শনিবার চেকপোষ্টে নিয়মিত তল্লাশী চলাকালে সকাল পৌণে ৭ টার সময় ফুলতলা থেকে একটি রেজিস্টেশন বিহীন মটরসাইকেল যোগে ২ যুবক খুলনা দিকে যাওয়ার পথে চেকপোষ্ট অতিক্রম করার সময় মটরসাইকেল থামানোর সিগন্যাল দেওয়া হলে মটরসাইকেল থেকে ১ জন লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়, এ সময় এসআই শেখ আনোয়ার হোসেন, এএসআই মনির হোসেন,এএসআই সানাউল্লঅহ নূরী সংগীয় ফোর্সসহ মটরসাইকেল চালক মাসুম শেখ এর কাছে থাকা ব্যাগে তল্লাশী চালায়ি ৭০ বোতল ফেন্সিডিল সহ মটরসাইকেল আটক করে । এ ঘটনায় থানায় মামলা হয়েছে যার নং ১০ তাং ০৬/০৮/২২ইং। উল্লেখ্য গত ৪ আগষ্ট আফিল গেট চেকপোষ্ট ইনচার্জ এস আই আনোয়ার হোসেন মাদক বহনের ১ টি প্রাইভেটকার ও ৬ কেজি গাজা উদ্ধার করে।