আবরারের আগে এক তরুণীকে চাপা দেয় সুপ্রভাত পরিবহণ

প্রকাশঃ ২০১৯-০৩-২০ - ১৮:১৩

ঢাকা অফিস : বিইউপি শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে রাজধানীর প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনে চাপা দেয়ার আগে মুক্তা নামের এক তরুণীকে চাপা দেয় সুপ্রভাত পরিবহণের ঘাতক বাসচালক সিরাজুল ইসলাম। পুলিশের জিজ্ঞাসাবাদে এ তথ্য জানিয়েছেন চালক সিরাজুল ইসলাম।

গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি সরণির যমুনা ফিউচার পার্কের উল্টোপাশের সড়কে জেব্রা ক্রসিংয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা সুপ্রভাত পরিবহণের একটি বাস।

এই ঘটনার আগে, রাজধানীর শাহজাদপুরের বাঁশতলা এলাকায় সিনথিয়া সুলতানা মুক্তা নামের এক তরুণীকে চাপা দেয় সুপ্রভাত পরিবহণের ওই বাসচালক। মুক্তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার সময় পরবর্তী দুর্ঘটনা ঘটায় সিরাজুল। মুক্তা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আবরার আহমেদের মৃত্যুর ঘটনায় তার বাবা আরিফ আহমেদ চৌধুরীর দায়ের করা মামলাতেও ওই তরুণীকে চাপা দেয়ার তথ্য উল্লেখ করা হয়।

এদিকে, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার আহমেদ চৌধুরীকে চাপা দেয়া সুপ্রভাত পরিবহণের সেই ঘাতক বাসচালক সিরাজুল ইসলামের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার, ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালত এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, আজ বুধবার বিকেল পোনে তিনটার দিকে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) আমিনুল ইসলাম বাসচালক সিরাজুল ইসলামকে ঢাকা মহানগর হাকিম দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান। এ সময়, শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার রাজধানীর নর্দ্দা এলাকার প্রগতি সরণিতে যমুনা ফিউচার পার্কের সামনে সকালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস- বিইউপি’র বাসে ওঠার সময় আবরার নামে এক শিক্ষার্থীকে চাপা দেয় সুপ্রভাত পরিবহণের একটি বাস। এরপর সম্মিলিত সামরিক হাসপাতালের নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শিক্ষার্থীদের বহনকারী বিইউপি’র একটি বাস মঙ্গলবার সকালে, যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে ছিল। সকাল সাড়ে সাতটার দিকে আবরার সেই বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে আসা গাজীপুরগামী সুপ্রভাত পরিবহণের একটি বাস তাকে চাপা দেয়।

এরপর থেকেই নিরাপদ সড়ক ও অপরাধীর শাস্তির দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।