ফুলতলা (খুলনা) প্রতিনিধি// সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি বলেছেন, জনকল্যাণে স্থানীয় সরকারে জনপ্রতিনিধিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। প্রতিটি জনকল্যাণমূলক কাজে জনপ্রতিনিধিদের অংশগ্রহণ জরুরী। এক সময়ে এ অঞ্চলে ইউএনও কার্যালয়ে ইউপি চেয়ারম্যান খুন, রাস্তার পাশে চেয়ারম্যান খুনসহ সন্ত্রাস ও খুনের রাজত্ব ছিল। আওয়ামীলীগ সরকার সে অবস্থার অবসান ঘটিয়ে শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে এনেছে। জনপ্রতিনিধিদের মনে রাখতে হবে দলীয় প্রতিকে ২৫ ভাগ সমর্থন আসে বাকিটুকু জনগনের পাশে থেকে তাদের সমর্থন ও ভালবাসা অর্জন করতে হয়। কৃষি জমি ও ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা ঘটিয়ে কোন অবস্থাতেই সার ও সিমেন্ট ফ্যাক্টরীর মতো কোন কারখানা প্রতিষ্ঠা করতে দেয়া হবে না।
বুধবার বেলা ১১টায় ফুলতলার দামোদর গাছতলা মন্দির চত্ত্বরে এলাকায় শাহ সিমেন্ট কারখানা প্রতিষ্ঠার প্রতিবাদে অনুষ্ঠিত এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সাবেক অধ্যক্ষ প্রফুল্ল কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ওসি মোঃ ইলিয়াস তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার শাহাবুদ্দিন জিপ্পী, মোঃ আসলাম খান, মৃনাল হাজরা, আবু তাহের রিপন, ইউপি চেয়ারম্যান শরীফ মোহাম্মদ ভুইয়া, গাজী নওশের আলী, ইউপি সদস্য শেখ আঃ রশিদ, মাসুদ পারভেজ মুক্ত, এস কে আলী ইয়াছিন, রবীন বসু, জয়দেব সেন, নূর হোসেন অঞ্জন প্রমুখ।
এদিকে বিকাল ৩টায় সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি উপজেলার জামিরা ইউনিয়ন পরিষদের ও জামিরা বাজার আসমোতিয়া স্কুল এন্ড কলেজের নব নির্মিত ভবন উদ্বোধন করেন। এ সময় ইউএনও সাদিয়া আফরিনের সভাপতিত্বে কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের খুলনা অঞ্চলের পরিচালক প্রফেসর শেখ হারুন অর রশীদ। স্বাগত বক্তৃতা করেন অধ্যক্ষ গাজী মারুফুল কবির। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি বিএমএ সালাম, ইউপি চেয়ারম্যান মাওঃ সাইফুল হাসান খান, মুক্তিযোদ্ধা কাজী আশরাফ হোসেন আশু,আলহাজ¦ আনোয়ারুজ্জামান মোল্যা, বিশ^নাথ ঘোষ প্রমুখ।
এর পূর্বে নারায়ন চন্দ্র চন্দ এমপি ফুলতলা এম এক কলেজের প্রশাসিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন¡ ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজের নব নির্মিত একাডেমিক ভবন উদ্বোধন ও বৃক্ষ রোপন করেন। এ সময় ইউএনও সাদিয়া আফরিন, সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শফিউল্লাহ সরদার, অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, অধ্যক্ষ অজয় কুমার চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফাতেমা বেগম, শিক্ষক নেতা বিমান নন্দী, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, প্রেমচাঁদ দাস প্রমুখ উপস্থিত ছিলেন।