আব্বুর মুখ ঢাকা কেন আম্মু?

প্রকাশঃ ২০২৩-০৩-২০ - ১২:৪৬

ইউনিক ডেস্ক : পাঁচ বছরের শিশু তাসমিম। মা জোনাকি বেগমের সঙ্গে শিবচর উপজেলা হাসপাতালে এসেছে। মায়ের কোলে বসে কেঁদে কেঁদে সে প্রশ্ন করছে, ‘আব্বু কই গেছে আম্মু? ওখানে অতো মানুষ ক্যা? আব্বুর মুখ ঢাকা কেন আম্মু?’ বাবার লাশ নিতে এসে অবোধ শিশু তাসমিম বুঝতে পারছে না তার বাবা আর কোনোদিন ফিরবে না। মায়ের কান্না দেখে সেও চিৎকার করে কাঁদছে।

তসনিমের বাবা মোস্তাক আহমেদের রবিবার শিবচরের সড়ক দুর্ঘটনার নিহত হন। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার বনগ্রাম এলাকায়।

জোনাকি বেগম কান্নাজড়িত কণ্ঠে জানান, সংসারে সচ্ছলতা আনতে কিছু দিনের জন্য শ্রমিক ভিসায় সিঙ্গাপুরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তার স্বামী। বিদেশ যেতে ফিঙ্গারপ্রিন্ট করাতে গোপালগঞ্জের বনগ্রামের বাড়ি থেকে ইমাদ পরিবহনে ঢাকায় যাচ্ছিলেন মোস্তাক। কিন্তু যাওয়া আর হলো না তার!