বিজ্ঞপ্তি:
খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা বলেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বর্তমান সরকারের সময় দেশের কোন মানুষ খাদ্যের অভাবে কষ্ট করবে না। সরকার করোনা কালীন সময়ে কর্মহীন অসহায়, দুঃস্থ ও শ্রমজীবী মানুষের কষ্ট লাঘবে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় অসহায় মানুষের পাশে রয়েছেন। তিনি সবসময় দেশের সাধারণ মানুষের কল্যানের জন্য কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, ৭ আগস্ট থেকে খুলনা নগরীর প্রত্যেকটি ওয়ার্ডে করোনা ভ্যাকসিন দেওয়ার কার্যক্রম শুরু হবে। আমাদের সবাইকে করোনা ভ্যাকসিন নেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবেই আমরা এ মহামারী থেকে রক্ষা পাবো। যারা এখনও কোভিড করোনা ভ্যাকসিন নেননি তাদের ভ্যাকসিন নেওয়ার আহবান জানান তিনি।
শুক্রবার খুলনা সিটি কর্পোরেশন উদ্যেগে নগরীর নয়টি ওয়ার্ডে করোনাকালীন কঠোর লকঠাউনে কর্মহীন হয়ে পড়া প্রায় চার হাজার অসহায়, দুঃস্থ ও নিম্নআয়ের শ্রমজীবী মানুষের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ হতে নগরীর ৭, ৮, ১২, ১৩, ২১, ২৩, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের প্রত্যেকটিতে চারশত ২৮ জন হিসেবে মোট তিন হাজার চারশত ২৮ জনের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা ও মোট নগদ তিন লাখ ৪২ হাজার চারশত টাকা বিতরণ করেন। এছাড়া ১৭ নম্বর ওয়ার্ডে পাঁচশত ৭১ জনের মাঝে মোট ৫৭ হাজার একশত টাকা ও জনপ্রতি সাত কেজি চাল বিতরণ করা হয়। এসময়ে উপস্থিত ছিলেন কেসিসি’র প্যানেল মেয়র-১ আমিনুল ইসলাম মুন্না, প্যানেল মেয়র-২ আলী আকবর টিপু, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন, কাউন্সিলর সামছুজ্জামান মিয়া স্বপন, কাউন্সিল হাফিজুর রহমান হাফিজ, নগর আওয়ামী লীগ নেতা এসএম আকিল উদ্দিন, কাউন্সিলর সুলতান মাহমুদ, কাউন্সিলর এইচ এম ডালিম, কাউন্সিলর মো. মনিরুজ্জামান, কাউন্সিলর এসএম খুরশিদ আহমেদ, কাউন্সিলর ইমাম হোসেন চৌধুরী ময়না, কাউন্সিলর কনিকা সাহা, আওয়ামী লীগ নেতা মুন্সি আইয়ুব আলী, মো. নুর ইসলাম, মো. আব্দুল আজিজ, আব্দুস সাত্তার লিটন, মোস্তাফিজুর রহমান, সরদার আব্দুল হালিম, ইউসুফ আলী খান, মো. রুহুল আমিন, ফয়েজুল ইসলাম টিটু, এমরানুল হক বাবু, জিয়াউল আলম খান খোকন, জিয়াউর রহমান জিয়, আলমগীর মল্লিক প্রমূখ নেতৃবৃন্দ।