বিনোদন ডেস্ক : আজকাল শিল্পীরা নিজের গানে নিজেই মডেল হচ্ছেন। এর বাইরে নন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। তিনি বরং এক ধাপ এগিয়ে, কারণ অন্যের গানেও মডেল হয়েছেন। আবারও নতুন চমক নিয়ে আসছেন আসিফ। এবার নাকি ব্যতিক্রমী ‘লুক’ নিয়ে আসছেন নিজের নতুন গানের ভিডিওতে। ধ্রুব মিউজিক স্টেশনের (ডিএমএস) সত্ত্বাধিকারী ধ্রুব গুহ জানান, ‘নেই প্রযোজন’ শিরোনামের গানের ভিডিওতে আসিফ হাজির হচ্ছেন প্রেমিক পাগল রকস্টারের ভুমিকায়। নিজের নতুন ‘লুক’ নিয়ে উচ্ছ্বসিত আসিফ আকবর বলেছেন- ‘এ রকম লুকে দর্শক আমাকে এর আগে দেখেনি। গানটিতে দর্শক আমার কিছু পাগলামি দেখতে পাবেন। সত্যি বলতে, বিচ্ছেদের পর একজন প্রেমিকের অবস্থা ও তার কর্মকান্ডের প্রতিচ্ছবিই ফুটিয়ে তোলা হয়েছে গানটির ভিডিওতে। আশা করছি আমার ভক্তরা উপভোগ করবে গানটি।’