ইউনিক ডেস্ক : বীর মুক্তিযোদ্ধা আমির খসরু শিশু বিদ্যা নিকেতনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার বিকালে বিদ্যালয়ের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন দৈনিক পূর্বাঞ্চলের নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আহমদ আলী খান। বিদ্যালয়ের অধ্যক্ষ সাজেদা ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম জাহিদ হোসেন, সহকারী থানা শিক্ষা অফিসার রেক্সোনা আক্তার ও ব্যবসায়ী আতিয়ার রহমান মোল্লা। অতিথিবৃন্দ অনুষ্ঠানে আলোচনা শেষে পুরস্কার বিতরণ করেন।
এর আগে, সকালে বাংলাদেশ কিন্ডার গার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা বেগম। উপস্থিত ছিলেন জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতনের অধ্যক্ষ সারা চৌধুরী, নতুন কুঁড়ি কিন্ডার গার্টেনের অধ্যক্ষ ফরিদা সুলতানা এবং হাজী আকমান শিশু বিদ্যানিকেতনের অধ্যক্ষ ইরিন আকরাম। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের সভাপতি মো: শফিকুল ইসলাম। সহযোগিতায় ছিলেন মোছা. শিখা পারভীন, হাফিজা খাতুন, মলিনা ঘটক, রেবেকা সুলতানা মুকিত, সায়মা রফিক, প্রণব সরকার, তন্বি আক্তার, হালিমা খাতুন, সিয়াম, আফিয়া, রিফাত ও মামুন।