বিনোদনঃ চলচ্চিত্র উৎসবে অংশ নিতে বর্তমানে ভেনিসে আছেন টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেখানে গিয়ে বিয়ের প্রস্তাব পেয়েছেন এই অভিনেত্রী। স্থানীয় একটি রেস্তোরাঁর সুদর্শন এক যুবক তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন।
ওই যুবকের সঙ্গে আলাপ করে শ্রীলেখা জানতে পারেন, রেস্তোরাঁর কাজের পাশাপাশি মডেলিং করেন তিনি। তার আর শ্রীলেখার জুটি ভাল জমবে।
এদিকে সেই যুবকের রূপে শ্রীলেখাও মন হারিয়েছেন। তাই দাম জিজ্ঞেস না করেই এক প্লেট মাছ অর্ডার করেন তিনি। যার জন্য শ্রীলেখাকে গুণতে হয়েছে ৬৩ ইউরো, যা ভারতীয় রুপিতে প্রায় পাঁচ হাজার।
তাহলে কি মন গলল শ্রীলেখার? তিনিও কি এই প্রস্তাবে রাজি? বিদেশ থেকে ভারতীয় সংবাদমাধ্যমকে শ্রীলেখা বলেন, ‘মাথা খারাপ? কুকুর আর নিজের মেয়েকে সামলানোর পর অত ছোট প্রেমিককে সামলাতে পারব না! ও আমার মেয়ের প্রেমিক হওয়ার যোগ্য!’
জানা গেছে, ভেনিস চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেয়ে দেশটিতে গিয়েছেন শ্রীলেখা। উৎসবে প্রদর্শন হবে তার অভিনীত ‘ওয়ান্স আপন অ্যা টাইম ইন কলকাতা’ সিনেমাটি।
আদিত্য বিক্রম সেনগুপ্ত পরিচালিত সিনেমাটি আগামী মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) সেখানে প্রদর্শিত হবে। ওইদিন রেড কার্পেটে হাঁটবেন শ্রীলেখা।
তার আগে পুরো শহরটি ঘুরে দেখছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছেন নানা মুহূর্ত।
নিজে বয়সে ছোট ছেলের সঙ্গে প্রেম করতে রাজি না হলেও তার পুরুষ অনুরাগীদের বয়সে বড় নারীর সঙ্গে প্রেম করার পরামর্শ দেন শ্রীলেখা।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে বেশ সক্রিয় দেখা যায় তাকে। ভক্ত-অনুরাগীদের সকল কথা শুনেন এবং তার উত্তর দিয়ে থাকেন তিনি।
বলা চলে, শ্রীলেখা মিত্র একদম বন্ধু হয়ে অনুরাগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে থাকেন। গেলো ৬ আগস্ট সকালেও অনুরাগীদের প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
বয়সে বড় কোনো নারীর প্রেমে পড়লে তখন কী করা উচিত? এক ভিডিওতে এমন প্রশ্নের উত্তর দিয়েছেন মুশকিল আসান শ্রীলেখা।
ভালোবাসার ক্ষেত্রে বয়সকে গুরুত্ব দেয়ার প্রয়োজন নেই জানিয়ে তিনি বলেন, ‘কী হয়েছে যদি সে তোমার থেকে বয়সে বড় হয়? কোথায় বলা আছে, সম্পর্কে মেয়েদের সবসময় বয়সে ছোট হতে হবে?’
সূত্র: আনন্দবাজার