রাজীব চৌধুরী, কেশবপুরঃ যশোরের কেশবপুরে আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে পুনরায় আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী সামছুদ্দীন দফাদার।তিনি কেশবপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটি সদস্য ও বর্তমান সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ইউনিয়নের সকল শ্রেনীপেশার মানুষের নিকট দোয়া ও শুভ কামনা চেয়েছেন। তিনি আবারও নৌকা প্রতীক পাবেন বলে আশাবাদী। ।তিনি জানান তার মূল শক্তি দলীয় নেতাকর্মীসহ ইউনিয়নের ভোটাররা।সামছুদ্দীন দফাদার আগামী নির্বাচনে নির্বাচিত হয়ে সকল অসমাপ্ত কাজ সমাপ্ত করতে চান।তিনি বলেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল।আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলে দেশে উন্নয়ন সাধিত হচ্ছে।তাই শেখ হাসিনা সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি কাজ করে যাবেন।