আশাশুনিতে ছাত্রীর মামলায় প্রধান শিক্ষক দুখীরাম কারাগারে

প্রকাশঃ ২০২৩-০১-২৪ - ১২:১৫

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির কোদণ্ডা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রীর দায়ের করা মামলায় জেলহাজতে গেছেন। রোববার নারী ও শিশু নির্যাতন দমন আইন আদালত, সাতক্ষীরার বিজ্ঞ বিচারক দীর্ঘ শুনানী শেষে প্রধান শিক্ষক দুখীরাম ঢালীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করেন।

প্রধান শিক্ষক দু:খীরাম ঢালী তৎকালীন ১০ শ্রেনির ছাত্রী সুস্মিতা বাইনকে প্রাইভেট পড়াকালীন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। ঘটনার দিন বিকালে পড়ার পরে একা পেয়ে তার ওড়না ধরে টানাটানি করা সহ জড়িয়ে ধরে শ্লীলতাহানি ঘটান। সে সময়ে দৈনিক পত্রদূত সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ন্যাক্কারজনক এ ঘটনাটি প্রকাশিত হয়। এরপর চারিদিকে নিন্দার ঝড় উঠে। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে ১৭/৫/২২ তাং আশাশুনি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে জিআর- ১১৬/২২ নং মামলা দায়ের করে। প্রথমে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু হানিফ ও পরে এসআই গোলাম মোস্তফা মামলার ৬ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহন ও দীর্ঘ তদন্ত শেষে ভিকটিমের দায়েরকৃত অভিযোগ প্রাথমিকভাবে সত্য বলে প্রমানিত হওয়ায় আসামীর বিরুদ্ধে বিজ্ঞ আদালতে চার্জসীট দাখিল করেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর এড. জহুরুল হায়দার। তাকে সহযোগিতা করেন এড. শহীদুল ইসলাম পিন্টু, এড. এ কে আজাদ ও এড. বদিউজ্জামান। আসামী পক্ষের আইনজীবি ছিলেন এড. লুৎফর রহমান ও এড. হায়দার আলী।

এদিকে ছাত্রী যৌন নিপীড়নকারী প্রধান শিক্ষক দু:খীরাম ঢালীকে জেলহাজতে প্রেরণ করায় এলাকার সুশীল সমাজ ও অভিভাবকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে বাদী পক্ষ ও একাধিক অভিভাবক জানান। তাদের দাবী অনতি বিলম্বে অভিযুক্ত ও জেলা হাজতে যাওয়া প্রধান শিক্ষককে বিধি মোতাবেক সাসপেণ্ড করার ব্যবস্থা নেওয়া হোক।