সাতক্ষীরা প্রতিনিধি :সাতক্ষীরার আশাশুনিতে সরকারের কাছ থেকে বৈধভাবে ইজারা নেয়া মুক্তিযোদ্ধার সম্পত্তি এক ভুমি দস্যু কর্তৃক গায়ের জোরে দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে আশাশুনি উপজেলার বুড়াখারআটি গ্রামে।
বুড়াখারআটি গ্রামের মৃত আদিল উদ্দীনের ছেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সাংবাদিকদের জানান, আমি মাড়িয়ালা মৌজার ৮৬৫, ৮৭১ ও ৮৭৩ দাগে ২ একর সাড়ে ৭ শতক ভিপি সম্পত্তি গত ইং ১৯৯৪ সাল হইতে বাংলা ১৪২৪ সাল পর্যন্ত বৈধভাবে সরকারের কাছ থেকে রাজস্ব প্রদান করিয়া ইজারা নিয়ে ভোগ দখলসহ মৎস্য চাষ করিয়া আসিতেছি। অপরদিকে, একই গ্রামের মৃত কালিপদ মন্ডলের ছেলে ভুমিদস্যু দীন বন্ধু মন্ডল ওরফে মন্টু ইং ২০০২ সালে ৮৬৫, ৮৭১ ও ৮৭৩ দাগে ২ একর ১২ শতক এবং ৯৮১ দাগে ৭৭ শতকসহ মোট ২ একর ৮৯ শতক জমি সরকারের কাছ থেকে ইজারা গ্রহন করেন। কিন্তু তিনি তার ইজারাকৃত ৯৮১ দাগের ৭৭ শতক জমি দখল না করিয়া আমার ৮৭১ ও ৮৭৩ দাগ থেকে ৭৭ শতক জমি গায়ের জোরে ভয়ভীতি দেখিয়ে দখল করিয়া আসিতেছে। মুক্তিযোদ্ধা আব্দুল হাই আরো জানান, আমি দীন বন্ধু মন্ডল ওরফে মন্টুসহ ৭ জনের বিরুদ্ধে ২০১৬ সালে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ১৪৫ ধারার একটি মামলাও দায়ের করেছি। কিন্তু দীন বন্ধু মন্ডল ওরফে মন্টু উক্ত মামলার কোন জবাব না দিয়ে আদালতকে গোপন রেখে ২০১৮ সালের জানুয়ারী মাসের পহেলা সপ্তাহে তিনিও একই আদালতে আমার বিরুদ্ধে ১৪৫ ধারার একটি মামলা দায়ের করেন। আমি তার যথাযথ জবাবও দিয়েছি।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই তাই এই ভুমিদস্যু দীন বন্ধু মন্ডল ওরফে মন্টু যাতে আগামী বাংলা ১৪২৫ সাল থেকে সরকারী এই সম্পত্তি ইজারা না পায় এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তিনি যথাযথ কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন।
এ ব্যাপারে দীন বন্ধু মন্ডল ওরফে মন্টু তার বিরুদ্ধে আনা অভিযোগ স্বীকার করেই জানান, আমি সরকারের কাছ থেকে চারটি দাগে ২ একর ১২ শতক জমি ইজারা নিলেও আমি সেটা তিনটি দাগে ভোগ দখল করে আসছি।