আশাশুনির ইমরানের মটর সাইকেল  কিনে বাড়ি ফেরা হলোনা

প্রকাশঃ ২০১৭-০৬-২১ - ০৯:২৩

বি এম আলাউদ্দীন, অাশাশুনিঃ আশাশুনি-সাতক্ষীরা সড়কের নওয়াপাড়া গ্রামে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক মটর সাইকেল চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল (মঙ্গলবার) বিকাল সাড়ে ৫ টার দিকে এ ঘটনা ঘটে।
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের মোকামখালী গ্রামের আবু দাইদের পুত্র ইমরান (২১) মঙ্গলবার পিতাকে সাথে নিয়ে সাতক্ষীরা ভেনাস অটো শো রুম থেকে একটি ডায়ান রানার ৮০ সিসি মটর সাইকেল ক্রয় করে। এরপর সেখান থেকে মটরসাইকেল চালিয়ে বাহাদুরপুর গ্রামে মামার বাড়িতে পিতাকে রেখে কোদন্ডার মামার বাড়িতে তার মামাত ভাইকে রাখতে যায়। মামাত ভাইকে চাপড়া স্ট্যান্ডে নামিয়ে দিয়ে বাড়ি ফেরার পথে ঘটনাস্থানে পৌছায়। এসময় আশাশুনি থেকে মালামাল নিয়ে একটি ট্রাক (ঢাকা মেট্রো-০২- ০৯৩১) সাতক্ষীরার দিকে যাচ্ছিল। নওয়াপাড়া গ্রামের জলিল ঢালীর বাড়ির সামনের মোড়ে ক্রসিং এর সময় মটর সাইকেলটি সামনের দিক থেকে আসা আরেকটি মটর সাইকেলের সাথে ধাক্কা লেগে ট্রাকের চাকার তলায় গিয়ে পড়ে। এসময় মটর সাইকেল চালক চাকায় পিস্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। ট্রাক চালক ও হেলপার ট্রাক ফেলে পালিয়ে যায়। দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি সম্পূর্ণ নতুন এবং মাত্র ৫৩ কিঃমিঃ পথ চালান হয়েছে। দুর্ঘটনার পর থেকে সড়কে যানবাহন চলাচল বন্দ হয়ে যায়। ছোয়া ৬ টার দিকে পুলিশ ঘটনাস্থানে পৌছে সুরোত হাল রিপোর্টর শেষে লাশ ময়না তদন্তের জন্য থানা হেফাজতে নেয়। দীর্ঘ দেড় ঘন্টা পর ট্রাক সরিয়ে যানবাজন চলাচল স্বাভাবিক করা হয়।