বিজ্ঞপ্তি : দিঘলিয়া উপজেলার ৫নং আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য জিল্লুর রহমানের বিরুদ্ধে প্রতারণা করে অর্থ আত্মসাদের মামলায় ওয়ারেন্ট ভুক্ত আসামি। এ মামলায ইউপি সদস্য জিল্লুর রহমান বর্তমানে পলাতক রয়েছে। এই মামলার কারণে জনদুর্ভোগে পড়েছেন ৫নং ওয়ার্ডবাসী। বিভিন্ন সেবা থেকে জনসাধারণ বঞ্চিত হচ্ছে। এ মামলার বিষয়ে ইউপি সদস্য জিল্লুর রহমানের সাথে মুঠো ফোনে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে ৫নং আড়ংঘাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ ও বারবার নির্বাচিত ইউপি সদস্য সোহেল সরদার জানান, আমাদের ইউনিয়ন পরিষদে এমন একটি কাজ হবে আমরা কখনোই আশা করিনি। আমরা চাই আমাদের ইউনিয়ন পরিষদের সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সৎ ও ভাল জনপ্রতিনিধি নির্বাচিত হোক। যাদের দ্বারা এলাকার উন্নয়ন ব্যতীত ক্ষতি হোক এমন কোন কিছু আমরা আশা করি না। আমরা জানতে পেরেছি জিল্লুর রহমান গরিব অসহায় অনেকের নিকট থেকেই বিভিন্ন প্রলোভন দেখিয়ে প্রায় ৭০-৮০ লাখ টাকা আত্মসাৎ করেছে।ওক্ত সদস্যের বিরুদ্ধে মামলার বিষয়ে তদন্ত করে আমরা ইউনিয়ন পরিষদ থেকে ব্যবস্থা গ্রহণ করব।