এস আর সাঈদ, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমজাদ হোসেন বিজয় দিবস সম্মাননা-২০১৭ পদক লাভ করেছেন। সমাজ সেবায় বিশেষ অবদানের স্বকৃতি স্বরূপ বঙ্গবন্ধু একাডেমী পক্ষ থেকে তাঁকে উক্ত পদক প্রদান করা হয়। বঙ্গবন্ধু একাডেমীর পরিচালক বিপুল হোসেনের সভাপতিত্বে ঢাকা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে ২২ ডিসেম্বর প্রধান অতিথি হিসাবে ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনের হাতে বিজয় দিবস সম্মাননা-২০১৭ পদক তুলে দেন অর্থ প্রতিমন্ত্রী আব্দুল মান্নান। এদিকে ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন বিজয় দিবস সম্মাননা-২০১৭ পদক লাভ করায় ২৪ ডিসেম্বর দুপুরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা প্রদান করা হয়।