ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী আব্দুল আউয়াল

প্রকাশঃ ২০২৩-০১-১৭ - ১১:২২

বিজ্ঞপ্তি : আগামী খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মেয়র প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয় ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর হাফেজ মাওলানা আব্দুল আউয়াল কে। গত রোববার রাতে গোয়ালখালিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ মহানগর ও জেলা কমিটির এক যৌথ সভা নগর সভাপতি মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মো: নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ হাফেজ মাওলানা আব্দুল আউয়াল, মুফতী মাহবুবুর রহমান, শেখ হাসান ওবায়দুল করিম, মাও: ইমরান হোসাইন, হাদিসুর রহমান, মাও: দ্বীন ইসলাম, মো: সাইফুল ইসলাম, মাও: মাহবুবুল আলম, আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মোল্লা রবিউল ইসলাম তুষার, মাও: হাফিজুর রহমান, মো: আমজাদ হোসেন, আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আবুল কালাম আজাদ, বিডিআর আল আমিন, আবুল কাশেম, মুফতি আব্দুর রহমান মিয়াজী, মো: ইমরান হোসেন মিয়া, আব্দুর রশিদ, আব্দুস সবুর, আব্দুল্লাহ আল মামুন, মাহাদী হাসান মুন্না, মোস্তফা আল গালিব, আবু তাহের, মো: ইমরান হোসাইন, রবিউল ইসলাম তুষার, নিজাম উদ্দিন মল্লিক, হাফিজুর রহমান, দ্বীন ইসলামসহ ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দ।

সভায় মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদের পক্ষ থেকে মেয়রের নাম ঘোষণা করেন মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ, যা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।