ইস্তাহার

প্রকাশঃ ২০১৯-১২-১০ - ১২:৪৩

শাবলু শাহাবউদ্দিন

——————

 

থাকবে না কোন প্রচার প্রচারণা

শান্তিতে হবে ভোট গণনা ;

থাকবে না কর্মি শতাধিক

হবে না দুর্নীতি এদিক ওদিক ;

কায়িক শ্রমে হবে রাজনীতি নীতি

লুকিয়ে থাকবে রাষ্ট্রের ভিত্তি ;

থাকবে না স্বার্থে পরমার্থ

রাজনৈতিক কার্যে নাহি দেশের অর্থ ;

ব্যক্তি মালিকানা হবে নিঃশেষ

রাষ্ট্র মালিকানা হবে সবার দেশ ;

আমি আর তুমি তে নাই ভেদাভেদ

পরিশ্রমে মিলবে সুখশান্তি বেশ ;

ইস্তাহার রচনা যদি মোরা করি

ভাগ্য নির্ধারণ তাহাতেই ধরি ;

দুর্নীতি চাঁদাবাজি থাকবে না নেশা মাঝি

ধন আর ধন বলে, থাকবে না জাতি মহলে ;

কেউ খাবে, কেউ পাবে, কেউ আবার রাজা হবে

এক দেশে দুই নীতি? থাকবে না দেশ প্রিতি !

এক হালে এক পালে দেশ চলবে সমান তালে

ইস্তাহার তাই বলে, দরিদ্র আর ধনীরে বেঁধে দিবে এক মালে

রাজনীতি রাজ্যে , সমান তালে থাকবে

আমার সোনার বাংলাদেশ, ইস্তাহার এখানেই শেষ।

শাবলু শাহাবউদ্দিন

ইংরেজি বিভাগের শিক্ষার্থী

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

রাজাপুর পাবনা ।

[email protected]

01746631125