ঢাকা অফিস : ঈদ উপলক্ষ্যে আগামী ২২শে মে থেকে নতুন টাকা বাজারে ছাড়বে বাংলাদেশ ব্যাংক। মতিঝিলের বাংলাদেশ ব্যাংক ভবন ছাড়াও রাজধানীতে সরকারি-বেসরকারি ব্যাংকের ৩০টি শাখা থেকে সংগ্রহ করা যাবে নতুন নোট। বৃহস্পতিবার, কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, ‘২২ থেকে ৩০শে মে পর্যন্ত বিভিন্ন ব্যাংকের ৩০টি শাখার মাধ্যমে নতুন টাকা বিতরণ করা হবে। তবে, ঢাকা অঞ্চলের বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের শাখায় ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নোট সরবরাহ করা হবে।’
বাংলাদেশ ব্যাংকে নতুন টাকার পর্যাপ্ত নোট থাকায় গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে নতুন নোট সরবরাহ করা হবে।