উচ্চমাধ্যমিকে পাসের হার ৯৭.৬৯ শতাংশ, ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ

প্রকাশঃ ২০২১-০৭-২২ - ২০:৩৩

কলকাতা :  প্রকাশিত হল  উচ্চমাধ্যমিক পরীক্ষার রেজাল্ট। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস জানালেন, এবার পাশের হার ৯৭.৬৯ শতাশ

  • ২৩ জুলাই থেকে সংসদের ৫২টি কেন্দ্রে মিলবে মার্কশিট
  • একাদশের উত্তরপত্র সংরক্ষণ করতে হবে
  • এবছর প্রকাশিত হচ্ছে না কোনও মেধা তালিকা
  • এবছর উচ্চমাধ্যমিকে পাসের হার ৯৭.৬৯ শতাংশ
  • ৩ লক্ষ ১৯ হাজার ৩২৭জন পরীক্ষার্থী প্রথম বিভাগে উত্তীর্ণ
  • একাদশে ২ অগাস্ট-১৪ অগাস্টের মধ্যে নিজের স্কুলে ভর্তি করতে হবে পড়ুয়াদের
  • একাদশে ১৬ অগাস্ট-৩১ অগাস্টের মধ্যে ভর্তি করতে হবে অন্য স্কুলের পড়ুয়াদের

করোনা আবহে মাধ্যমিকের মতো এবছর বাতিল হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন।