উপকারী বৃক্ষ তালগাছ

প্রকাশঃ ২০২০-১০-০৫ - ১৯:৩৯

তালগাছ, খেজুর এবং নারকেলের মতোই একবীজপত্রী একটি উদ্ভিদ। ফল ও রস খাদ্য হিসেবে ব্যবহৃত হলেও তাল গাছের অন্যান্য অংশও গ্রাম বাংলায় ব্যাপক সমাদৃত। তাল গাছের কাঠ, ঘর, নৌকা তৈরি ও জ্বালানি কাজে ব্যবহৃত হয়। পাতা দিয়ে ঘরের ছাউনি, বেড়া, পাখা, ঝাঁটা, ঝুড়ি ও মাদুর তৈরি করা যায়। এক কথায় তাল গাছের প্রতিটি অংশই কাজে লাগে। তাল গাছ প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। সাময়িক বন্যা ও লবণাক্ততা সহিষ্ণু এ গাছটি বাংলাদেশের উপকূলীয় অঞ্চল থেকে পাহাড়ী অঞ্চলের বিভিন্ন স্থানে বিভিন্ন মাটিতে জন্মাতে সক্ষম। ঝড়, জলোচ্ছ্বাস, বজ্রপাত ও ভূমিক্ষয় রোধে তালগাছ সাহায্য করে। পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে তালগাছ অনন্য। কাজেই দেশে বৃক্ষসম্পদ বৃদ্ধি, ফলের চাহিদা পূরণ, অর্থনৈতিক সমৃদ্ধি, প্রাকৃতিক বিপর্যয় রোধ, নির্মল পরিবেশ তথা দেশেকে সুন্দর ও সমৃদ্ধ করে তুলতে অন্যান্য বৃক্ষরাজির সাথে সুপরিকল্পিতভাবে তালগাছ রোপণ এবং এর চাষাবাদ সম্প্রসারণ করা প্রয়োজন।