নিজস্ব প্রতিনিধি : করোনায় খাদ্য সংকটে পড়া মোংলার দুই হাজার আসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে পরিবেশ বন ও জলবাযু পরিবর্তন মন্ত্রনালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারের পক্ষ থেকে।
সামাজিক দুরুত্ব বজায় রেখে বুধবার (১৩মে) সকালে আওয়ামীলীগ’র কার্যালয়ে চাল, চিড়া, ছোলা ও চিনিসহ অন্যান্য ত্রান সামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, পৌর আওয়ামীলীগের সভাপতি শেখ আব্দুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ ইব্রাহিম হোসেন, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম সহ স্থানীয় আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের নেতা কর্মিরা।