খুলনা : যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে ২০২২ সালের এইচএসসির ফলাফলে পাসের হারে শীর্ষস্থানে রয়েছে খুলনা জেলার শিক্ষার্থীরা। এবার এ জেলায় পাসের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ। বুধবার দুপুরে এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। জেলা অনুযায়ী ফলাফলের চিত্রে দেখা গেছে, এবারের পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডে পাশের হার ৮৩ দশমিক ৯৫ শতাংশ। যশোর শিক্ষাবোর্ডের অধীনে থাকা ১০ জেলার মধ্যে ৯০ দশমিক ৭৩ শতাংশ পাসের হার নিয়ে শীর্ষ স্থানে রয়েছে খুলনা জেলা। আর দ্বিতীয় স্থানে থাকা ঝিনাইদহ জেলার পাসের হার ৮৪ দশমিক ৫৬ শতাংশ। ৮৪ দশমিক ২৪ শতাংশ পাসের হার নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে সাতক্ষীরা জেলার শিক্ষার্থীরা। নড়াইল জেলায় পাসের হার ৮৩ দশমিক ৩৫ শতাংশ, যশোর জেলার পাসের হার ৮৩ দশমিক ৩০ শতাংশ, কুষ্টিয়ায় পাসের হার ৮২ দশমিক ৩১ শতাংশ, চুয়াডাঙ্গায় ৭৯ দশমিক ৯৪ শতাংশ, মেহেরপুরে পাসের হার ৮৯ দশমিক ১৮ শতাংশ, মাগুরা জেলার পাসের হার ৭৭ দশমিক ৮৩ শতাংশ, বাগেরহাটের ৭৭ দশমিক ৬৫ শতাংশ।