ঢাকা অফিস : উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হবে আগামী ১৭ই জুলাই।
সকাল ১০টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হবে। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানানো হবে।
এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ১লা এপ্রিল। আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন।
মোট পরীক্ষা কেন্দ্র সংখ্যা ছিলো ২ হাজার ৫৮০টি। পরীক্ষা শেষ হয় ১২ই মে। আর, ১২ থেকে ২১ই মে’র মধ্যে হয় ব্যবহারিক পরীক্ষা।