এইচপির জয়ে সেঞ্চুরি শান্তর

প্রকাশঃ ২০১৭-০৭-০৭ - ০২:৪০

ক্রীড়া ডেস্কঃ প্রথম ম্যাচে ১৯০ রান তাড়ায় ধুঁকেছে ব্যাটিং। তবে আগের দিনের সেই ব্যাটিংকে যেন দূর অতীতে ঠেলে পাঠাল বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। জ¦লে উঠল ব্যাটিং, সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত। পরে বোলাররা দলকে এনে দিলেন বড় জয়। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় ম্যাচে নর্দান টেরিটরি (এনটি) আমন্ত্রিত একাদশকে ৭০ রানে হারিয়েছে বিসিবি এইচপি দল। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে ৫০ ওভারে ৭ উইকেটে ৩১৩ রান তোলে বিসিবি এইচপি। এনটি আমন্ত্রিত একাদশের জ্যাকব ডিকম্যানও করেন সেঞ্চুরি। তবে তুলতে পারে তারা ২৪৩ রান। আগের দিন ১ রানে আউট হওয়া শান্ত এদিন করেছেন ১০১। জাতীয় দলে ফেরার লড়াইয়ে থাকা ওপেনার এনামুল হকের ব্যাট থেকে এসেছে ৫৮। আর প্রথম ম্যাচে না খেলা ইরফান শুক্কুর করেছেন ৬০। এনটি দলের ম্যাককেল নেন ৪ উইকেট। জবাবে ডিকম্যানের ১০৫ রানের পরও এনটি যেতে পারে ২৪৩ পর্যন্ত। বিসিবি এইচপির সাইফ উদ্দিন ৪ উইকেট নেন ৩৬ রানে। আরেক পেসার এবাদত নিয়েছেন তিনটি। প্রথম ম্যাচে বিসিবি এইচপি জিতেছিল ১ উইকেটে। শুক্রবার তৃতীয় ম্যাচ একই মাঠে।