একটানা ‘তিন দিনের ছুটিতে’ পাটুরিয়া ঘাটে যানজট

প্রকাশঃ ২০২২-০৩-১৬ - ১৭:২১

ঢাকা অফিস :

বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার এই তিন দিন একযোগে ছুটি থাকায় ‘তিন দিনের ছুটিতে’ পদ্মার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় দেখা দিয়েছে বিশাল যানজট।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মহীউদ্দিন রাসেল জানান, ঘাট এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বুধবার বেলা আড়াইটার দিকে প্রায় তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

তিনি আরো জানান, বৃহস্পতিবার সরকারি ছুটি থাকায় তিন দিন ছুটি পাচ্ছেন চাকরিজীবীরা। তাই ঘুরতে যাওয়া মানুষের ঘাটমুখী চাপ বাড়ছে। বিশেষ করে ছোট গাড়ির চাপ বেশি।

পাটুরিয়া ঘাট ও সড়কে শ খানেক ছোট গাড়ি, বাস ও প্রায় আড়াই শ ট্রাক পাড়াপাড়ের জন্য অপেক্ষমান রয়েছে।

জট এড়াতে দুই শতাধিক পণ্যবাহী ট্রাক আটকে রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, বর্তমানে ১৭টি ফেরিতে গাড়ি পার করা হচ্ছে। এছাড়া দৌলতদিয়া ঘাট এলাকায়ও যানজট রয়েছে বলে তিনি জানান।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মো. খোরশেদ আলম জানান, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট দিয়ে ভারী যান পারাপার ব্যাহত হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে যানবাহনের চাপ বেশি দেখা যাচ্ছে কয়েক দিন ধরে।