ঢাকা অফিস : এফডিসিতে জনপ্রিয় অভিনেতা টেলি সামাদকে শ্রদ্ধা জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মীরা। বেলা সাড়ে ১২টায় এফডিসিতে তার নামাজে জানাজা শেষ হয়। এরপর মুন্সীগঞ্জে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শনিবার দুপুর ২টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান তিনি। আবদুস সামাদ ‘টেলি সামাদ’ হিসেবেই চলচ্চিত্রে অভিনয় করতেন; টেলিভিশন থেকে চলচ্চিত্রে পা রাখায় তার এই নাম হয়ে যায়, যা তিনি নিজেও আর বদলাননি।
বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন টেলি সামাদ; শুক্রবার অবস্থা গুরুতর হলে তাকে নেয়া হয় স্কয়ার হাসপাতালে। শনিবার দুপুর দেড়টায় এই অভিনেতার মৃত্যু হয়। টেলি সামাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঢালিউডের অন্যতম শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলি সামাদের জন্ম ১৯৪৫ সালের ৮ই জানুয়ারি, মুন্সীগঞ্জের নয়াগাঁও গ্রামে। ১৯৭৩ সালে ‘কার বৌ’ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন তিনি।