বিনোদন ডেস্ক : অভিনেত্রী থেকে এবার সংগীত প্রতিযোগিতার বিচারক হচ্ছেন জনপ্রিয় অভিনেত্রী তারিন। শুরু হচ্ছে গানের প্রতিযোগিতা ‘সুপার সিঙ্গার’। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে থাকছেন তারিন। তার সঙ্গে আরো থাকবেন সোলস ব্যান্ড খ্যাত গায়ক পার্থ বড়ুয়া ও কণ্ঠশিল্পী ফাহমিদা নবী। এখন চলছে প্রতিযোগিতাটির নিবন্ধন পর্ব। কিছুদিনের মধ্যেই এটি প্রচার হবে এনটিভিতে। এটি বিবাহিত নারীদের নিয়ে আয়োজন করা হচ্ছে। এখানে কেবলমাত্র বিবাহিত নারীরাই অংশ নিতে পারবেন।
নিজের মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে হয়ে উঠতে পারবেন আগামীর একজন সংগীত তারকা। একটা সময় নিয়মিত অভিনয়ে ছিলেন এই অভিনেত্রী। তবে, এই সময়ে বিশেষ দিবসগুলোতেই তাকে টিভিপর্দায় দেখা যায়।