বিজ্ঞপ্তি : মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা (এমইউজে)’র উদ্যোগে ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ। তিনি বলেন, দেশে পরিবর্তনের হাওয়া বইছে। চূড়ান্ত লড়াইয়ের মাধ্যমে জনগনের হারানো অধিকার ফিরিয়ে আনতে পেশাজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার সাথে সাথে গণমাধ্যমকে সাহসী ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার সকালে নগরীর হোটেল এ্যাম্বাসেডরের সেমিনার কক্ষে অনুষ্ঠিত এমইউজে খুলনার সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে ও সহ সভাপতি এহতেশামুল হক শাওনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন বিএফইউজের মহাসচিব নুরুল আমিন রোকন। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজের সাবেক সহ সভাপতি এডভোকেট ড. মো. জাকির হোসেন ও বর্তমান সহ সভাপতি মো. রাশিদুল ইসলাম। স্বাগত বক্তৃতা করেন বিএফইউজের নির্বাহী সদস্য ও এমইউজের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন।
কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করেন মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট এস এম শফিকুল আলম মনা, সাবেক সংসদ সদস্য অধ্যাপক ডা. গাজী আব্দুল হক, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট গাজী আব্দুল বারী, মহানগর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমানসহ বিভিন্ন নাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
আলোচনা সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতায় আঞ্চলিক সংবাদ ক্যাটাগরিতে একাধিকবার সম্মাননা পদক লাভ করায় এমইউজের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) হাসান হিমালয়, বিএফইউজের নির্বাহী সদস্য ও এমইউজের সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন এবং এমইউজের নির্বাহী সদস্য মুহাম্মদ নুরুজ্জামানকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পরে একই স্থানে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সভাপতি শেখ বেলালউদ্দিনের ১৮ তম শাহাদাতবার্ষীকী উপলক্ষে এক স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।