নওগাঁর সিভিল সার্জন জানান, এমপি শহীদুজ্জামান সরকার ২৭শে এপ্রিল নওগাঁ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি জরুরি কনফারেন্সে যোগ দিয়েছিলেন। ওই কনফারেন্সে নওগাঁ-৩ আসনের এমপি সলিম উদ্দিন তরফদার ও নওগাঁ-৬ আসনের এমপি ইসরাফিল আলম যোগ দিয়েছিলেন।
এছাড়া সাবেক এমপি মুক্তিযোদ্ধা আব্দুল মালেক, জেলা প্রশাসক হারুন অর রশিদ, পুলিশ সুপার আব্দুল মান্নান ও সিভিল সার্জন আখতারুজ্জানসহ ২০ জন অংশ নিয়ে ছিলেন। তাদের প্রত্যেকের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এছাড়া এমপি শহীদুজ্জামান তার নির্বাচনী এলাকা পত্নীতলা ও ধামইরহাটে গিয়েছিলেন। সেসব স্থানে তার সংস্পর্শে আসায় ৪০ জন ও ধামইরহাটে ১১ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে।