ঢাকা অফিস : সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন, গণফোরাম থেকে নির্বাচিত এমপি সুলতান মোহাম্মদ মনসুর। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে তাকে শপথবাক্য পাঠ করান, স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী।
নির্বাচনের পর প্রথমে দলীয় সিদ্ধান্তের কারণে অন্য সংসদ সদস্যদের সঙ্গে শপথ নেননি সুলতান মোহাম্মদ মনসুর। তবে, গণফোরাম থেকে নির্বাচিত আরেক সংসদ সদস্য মোকাব্বিক খানের শপথ নেয়ার কথা থাকলেও তিনি শপথ নেননি।
ডাকসু’র সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর এক সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। পরে, সেনা সমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ে, সংস্কারপন্থী হিসেবে নাম লেখানোয় আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা হারান। আওয়ামী লীগ থেকে বেরিয়ে ড. কামাল হোসেনের জাতীয় ঐক্য প্রক্রিয়ায় যোগ দেন।
এরপর ড. কামাল হোসেনের গণফোরামে নাম লেখান সুলতান মনসুর আলী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতীয় ঐক্যফ্রন্টের ব্যানারে ধানের শীষ প্রতীক নিয়ে মৌলভীবাজার-২ আসন থেকে ভোটে জয়ী হন সুলতান মনসুর।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ভোট ডাকাতির অভিযোগে ঐক্যফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়, জোট থেকে জয়ী ৮জন সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন না।
তবে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে সুলতান মোহাম্মদ মনসুর ও মোকাব্বির খান সংসদ সদস্য হিসেবে শপথ নিতে স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দেন। সে অনুযায়ী, শপথ গ্রহণের প্রস্তুতি সম্পন্ন করে সংসদ সচিবালয়। এর মধ্যেই, বুধবার রাতে সিদ্ধান্ত বদলানোর কথা জানান মোকাব্বির খান।
তবে, একেবারেই শপথ নেবেন না এমন কথাও বলছেন না- মোকাব্বির খান।