এসডিজি ফোরাম সদস্যদের অংশগ্রহণে করোনা পরিস্থিতি বিষয়ক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০২০-০৮-২৩ - ২১:৫৫

ফুলতলা (খুলনা) প্রতিনিধি: খুলনা জেলা এসডিজি ফোরামের আয়োজনে করোনা পরিস্থিতিতে করণীয় বিষয়ক ভার্চুয়াল সভা রবিবার বিকাল ৩ টায় অনুষ্ঠিত হয়। খুলনা জেলা এসডিজি ফোরামের আহবায়ক অধ্যাপক আনোয়ারুল কাদির-এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার নাসরীন আক্তার, বিশেষ অতিথির বক্তব্য দেন রূপসা উপজেলা সমাজেসেবা কর্মকর্তা জেসিয়া জামান, প্রজেক্ট অফিসার গোলাম মোস্তফার উপস্থাপনায় আরও বক্তব্য দেন মুহাম্মদ নুরুজ্জামান, এসএম মামুনুর রশীদ, এ্যাড. পপি ব্যানার্জী, আকলিমা খাতুন তুলি, মোঃ জুলফিকার আলী মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, প্রধান শিক্ষক তাপস কুমার বিশ্বাস, এসএম মাহাবুবুর রহমান, দুলালী মজুমদার, জেসিকা সুলতানা, রিমন রায়, তাহেরা খাতুন, সুমিত্রা হালদার, স্বপ্না রানী পাল ও রাজীব দাস ।

সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন প্রকল্প সমন্বয়কারী এসএম মঞ্জুরুল ইসলাম, এমএন্ডই অফিসার ফারাহ্ বি তাবাসসুম, প্রজেক্ট অফিসার বিপুল রায়, ধনঞ্জয় সাহা (বাপি), মাসুদ রানা ও ফাতেমা তুজ জোহরা। সভায় সিদ্ধান্ত গৃহীত হয় উপজেলা হাসপাতাল সমূহে নামমাত্র নয় প্রকৃত চিকিৎসা সেবার জন্য কার্যকর ফ্লু-কর্ণার চালুসহ পিসিআর ল্যাবের সংখ্যা বাড়ানোর দাবী করা হয়। জেলা এসডিজি ফোরাম উল্লেখিত দাবী সমূহ স্বাস্থ্য মন্ত্রণালয়ে জানানোর উদ্যোগ গ্রহণ করবে।