ক্রীড়া প্রতিবেদক : এস এম মোস্তফা রশিদী সুজা একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্টে জয় লাভ করেছে খুলনা আবাহনী ক্রিকেট একাডেমি ও নিউ ক্রিকেট একাডেমি। রোববার সকাল ৯টায় জেলা স্টেডিয়ামে খুলনা আবাহনী ক্রিকেট একাডেমি ও লার্ন ক্রিকেট একাডেমি মুখোমুখি হয়।
টসে হেরে লার্ন ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৬৩ রান আসে মান্নার ব্যাট থেকে। আবাহনীর পক্ষে একটি করে উইকেট পান রাকিব, মনি, রোকন ও এন সাকিব। জবাবে আবাহনী ব্যাট করতে নেমে ১৯ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে ১৪৬ রান করে। দলের পক্ষে সর্বোচ্চ ৪২ রান করে মনি। লার্ন ক্রিকেট একাডেমির পক্ষে ২টি উইকেট লাভ করেন শ্রাবন। এছাড়া আকাশ, আরাফাত ও ইফতি একটি করে উইকেট পান।
অপরদিকে দুপুর ১টায় নিউ ক্রিকেট একাডেমি ও সালাউদ্দিন ক্লাসিক ক্রিকেট ক্লিনিক মুখোমুখি হয়। টসে জিতে নিউ ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১১৩ রান সংগ্রহ করে। সর্বোচ্চ ২৮ রান করে সাকিব। সালাউদ্দিনের পক্ষে সর্বোচ্চ দুইটি উইকেট লাভ করেন তানজিম। এছাড়া তামিম ও আলাউদ্দিন একটি করে উইকেট পান। জবাবে সালাউদ্দিন ব্যাট করতে নেমে ১৬ ওভারে ১০ উইকেট হারিয়ে ১০৬ রান করেন। সর্বোচ্চ ২০ রান আসে তানজিমের ব্যাট থেকে। নিউ ক্রিকেট একাডেমির পক্ষে ৩টি উইকেট লাভ করেন হাসনাত ও সাইফ। এছাড়া আ: রশিদ ২টি ও আরমান এবং সাফায়াত একটি করে উইকেট লাভ করেন।