এস এম মোস্তফা রশিদী সুজা একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্ট

প্রকাশঃ ২০২৩-০১-২৪ - ১৩:৩৭

ক্রীড়া প্রতিবেদক : এস এম মোস্তফা রশিদী সুজা একাডেমী কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী সোমবার বিকাল ৫টায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন সংসদ সদস্য মো: আক্তারুজ্জামান বাবু। জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মো: মোতালেব মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এস এম মোর্ত্তজা রশিদী দারা, সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা, জি এম রেজাউল ইসলাম, হাসান জহীর মুকুল, মোল্লা খায়রুল ইসলাম, মো: বেলাল হোসেন, ফরহাদ নেওয়াজ সিমু, ফয়সাল আহম্মেদ পপা, মুস্তাফিজুর রহমান বাবলু, জিয়াউল আহসান টিটু, অংশগ্রহণকারী দলের কর্মকর্তা ও সাবেক কৃতি খেলোয়াড়বৃন্দ। খেলা পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য মো: আজিজুর রহমান জুয়েল।

টসে জিতে প্রথেম ব্যাট করতে নেমে এভারগ্রীন ক্রিকেট একাডেমী ২০ ওভারে ৮ উইকেটে ১৫২ রান করে। দলের পক্ষে মুস্তাফিজুর সর্বোচ্চ ৪১ রান করেন। এছাড়া সিয়াম ৪০ রানে অপরাজিত থাকেন। ক্রিকেট জার্নি ইনস্টিটিউটের পক্ষে আকাশ ২টি, মাহমুদ, আজমাইন, তাহমিদ ও ইমন ১টি করে উইকেট নেন। জবাবে ক্রিকেট জার্নি একাডেমী ব্যাট করতে নেমে ১৫ ওভার ৬ বলে ৭৩ রান করে অলআউট হয়ে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ২৫ রান আসে রাহিমুলের ব্যাট থেকে। এছাড়া আর কেউ দুই অংকের কোটায় পৌঁছাতে পারেনি। এভারগ্রীনের পক্ষে ফয়সাল ৪টি, সাব্বির ও নাহিদ ২টি এবং অনাগত ও হাসিব ১টি করে উইকেট নেন। আম্পায়ার ছিলেন নাজমুল আহসান ও এস এম শামিম। স্কোরার ছিলেন মনির হোসেন।