ঢাকা অফিস : সঠিক ভূমিকা পালন না করার অভিযোগে জাতীয় ঐক্যফ্রন্ট ছাড়লেন কৃষক-শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। সোমবার, দুপুরে জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই ঘোষনা দেন তিনি।
কাদের সিদ্দিকী অভিযোগ করেন, ড. কামাল হোসেনের নেতৃত্বে ফ্রন্ট গঠন হলেও নির্বাচনের মনোনয়নে নেতৃত্ব দিয়েছে বিএনপি। এ মনোনয়ন ঐক্যফ্রন্টের অফিস থেকেও দেয়া হয়নি। বরং বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হয়েছে, যা ঐক্যফ্রন্টের আদর্শবিরোধী।
এছাড়া নির্বাচনের পর ঐক্যফ্রন্টকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। ঐক্যফ্রন্ট জাতীয় কোনো সমস্যা তুলে ধরতে পারেনি বলেও অভিযোগ করেন কাদের সিদ্দিকী। এতসব অসংগতির কারণেই জাতীয় ঐক্যফ্রন্ট থেকে কৃষক শ্রমিক জনতা লীগ বেরিয়ে এসেছে বলে জানান তিনি।